যেন একমুঠো রজনীগন্ধা
সুরভিত হলো এই সন্ধ্যা
যেন একমুঠো রজনীগন্ধা
হাওয়ার দোলায় দোলে
আমার হৃদয়ে এলো।।
আমি জ্বালিনি প্রদীপ আজ আঙ্গিনায়
যেন প্রাণের আলোয় তাকে খুজে পাই।
সে তো আমারই হৃদয়ে ছিল নীরবে ঘুমিয়ে
হটাৎ ভেঙ্গেছে তার তন্দ্রা।।
আমি পড়িনি নতুন কোন মনিহার
যেন প্রথম পরশমনি লাগে তার।
সে তো আমারই হৃদয়ে ছিল
নিজেকে হারিয়ে নিজেই হয়েছে মধুছন্দা।।
Comments
Post a Comment