আমার ভাল লাগে জনক রোডের রাধুবাবুর চা

আমার ভাল লাগে জনক রোডের রাধুবাবুর চা
আর বাগ বাজারের গরম গরম তেলে ভাজা
মুখে দিয়েই স্বপ্ন দেখি
আমি যেন সেই টেকখালির রাজা।।

এ মেজাজ শুধু কোলকাতাতেই মেলে
কোথা নেই তো এমন আড্ডা মারার রক
ময়দানেরই ফুচকা আলুর দমে
জীবনটা যে ঝাল মিষ্টি আর টক
প্রান এখানে রসের মেলার পাপড়
মুখরোচক মচমচে তাজা।।

কোলকাতা যে মায়ের শীতল কোল
গায়ে বোলায় যেন স্নেহেরই আদর
আট বাবুর এই শহরটাতে ভাই
মানায় শুধু পড়লে ধুতি চাদর
রঙ চঙে পোশাক আশাক পড়ে
পোশায় না তো সাহেব সুবো সাজা।।

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

JAL-AADAT