হোমায়রার নিঃশ্বাস

বহুদিন ধরে আমি
খুঁজছি যারে
লালন মনটারে
পালন করে
দেখা হলো তার সাথে
সব দিতে চাইলাম
উজার করে…..
হোমায়রার ণিঃশ্বাস চুরি হয়ে গেছে…

একা একা কাঁদবে নিরবে নিরবে
ওড়াবে ব্যথার ঘুরি অন্য আকাশে…..
ণিঃশ্বাসের নীল ইচ্ছে গুলো কাঁদে অভিমানে…
হোমায়রার ণিঃশ্বাস চুরি হয়ে গেছে….

বিশ্বাসের আদালতে আপীল করে
পথ ভোলা মনটা ছিলো দূরে দূরে…
আদালত এতদিনে রায় জানিয়েছে
দেউলিয়া আমি…..
হোমায়রার ণিঃশ্বাস চুরি হয়ে গেছে…..

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

JAL-AADAT