জয় জয় শ্রীগুরু, প্রেম কল্পতরু

জয় জয় শ্রীগুরু, প্রেম কল্পতরু
অদ্ভুত যাঁকো প্রকাশ।
হিয়ে অজ্ঞান, তিমির বর জ্ঞান
সুচন্দ্র কিরণে করু নাশ।

ইহ লোচন আনন্দধাম
অযাচিত মো হেন, পতিত হেরি যো পঁহু
যাচি দেয়ল হরি নাম।

দুর্মতি অগতি, সতত অসৎ মতি
নাহি সুকৃতি লব লেশ,
শ্রীবৃন্দাবন, যুগল-ভজন ধন
তাহে করতঃ উপদেশ।

নির্মল গৌর, প্রেমরস সিঞ্চনে
পুরল সব মন আশ,
সো চরণাম্বুজে, রতি নাহি হোঁয়ল
রোয়ত বৈষ্ণব দাস।

Comments

Post a Comment

Popular posts from this blog

আজ কেন মন উদাসী হয়ে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে