চঞ্চলা হাওয়ারে ধীরে ধীরে চলরে
চঞ্চলা হাওয়ারে ধীরে ধীরে চলরে
গুন গুন গুঞ্জনে ঘুম দিয়ে যারে
পরদেশী মেঘ রে,আর কোথা যাসনে
বন্ধু ঘুমিয়ে আছে, দে ছায়া তারে, বন্ধু ঘুমায় রে
আয়রে মেঘ আয়রে, আয়রে মেঘ আয়রে
ও গো ফুল তুমি আজ ঝরে যাও না
এই মধুক্ষণে বাসর সাজাও না
ও আচল তুমি দূরে সরে যেও না
মুখ ঢেকে রাখ লাজ কেড়ে নিও না
পরশমনিরে আজ মোর কাছে পেয়েছি
পরদেশী মেঘ রে……।।
ওগো মেঘ তুমি এত জোড়ে এসো না
ঝড় হয়ে শেষে ঘুম ভেঙ্গে দিও না
ঘুম ভেঙ্গে গেলে সে তো কাছে রবে না
না বলা কথা আর বলা হবে না
কি যেনো কি দিতে পারে, আরো বাকি রয়েছে
পরদেশী মেঘ রে……।।
Comments
Post a Comment