ইদানিং আমার
ইদানিং আমার
গুমরে কাঁদার অভ্যেস
এক হয়েছে
জীবন স্রোতস্বিনী্র মাঝে বিরাট চর পরেছে /জেগেছে
ধু ধু বালু ঘেরা সেই চরে কোন প্রাণের চিহ্ন নেই
হতাশা হতাশার নিঃশ্বাস ………
সময়কে পিছু ফেলে আরো জোড়ে ছুটে চলে কষ্ট
সেই কষ্টের মাঝে কোনমতে বেঁচে আমি ।।
ভাংগাচোরা এই জীবন চালাতে এখন আমি হয়রান সত্যি
ভীষণ কষ্ট
ইদানিং আমার
গুমরে কাঁদার অভ্যেস
এক হয়েছে
জীবন স্রোতস্বিনী্র মাঝে বিরাট চর জেগেছে
ধু ধু বালু ঘেরা সেই চরে কোন প্রাণের চিহ্ন নেই
হতাশা হতাশার নিঃশ্বাস ……..
দরজায় রত প্রহরী গুলো আমাকে বের হতে দেয় না
কতদিন আমি খোলা আকাশের সুর্যের আলো দেখিনি ।।
তোমার কালো স্যাতস্যাতে ঘরে আর তো ভাল লাগেনা
সারথি
আমি অতীষ্ট
ইদানিং আমার
গুমরে কাঁদার অভ্যেস
এক হয়েছে
জীবন স্রোতস্বিনী্র মাঝে বিরাট চর পরেছে
ধু ধু বালু ঘেরা সেই চরে কোন প্রাণের চিহ্ন নেই
হতাশা হতাশার নিঃশ্বাস ……..
Comments
Post a Comment