মন সহজে কি সই হবা

মন সহজে কি সই হবা
চিরদিন ইচ্ছা মনে তুমি
আইল ড্যাঙাইয়া ঘাস খাবা
ভাবার ঘরে মুগুর প’লে
সেই দিনে গা টের পাবা
তুমি সেই দিনে গা টের পাবা
মন সহজে কি সই হবা ।

বাহার তো গেছে চলে
পথে যাও ঠ্যালা পেড়ে
কোনদিনে পাতাল ধাবা ।
তুমি কোনদিনে পাতাল ধাবা ।।

তবু দেখি গেল না তোর
ত্যারা চলন বদ-লোভা ।।

সুখের আশ থাকলে মনে
দুখের ভোর নিদানে তুই
অবশ্য মাথায় নিবা ।
তুমি অবশ্য মাথায় নিবা ।।

সুখ যে এসো আস্তে ভালো
শেষ কালেতে পস্তাবা
তুমি শেষ কালেতে পস্তাবা ।।

ইল্লতে স্বভাব হলে
পানিতে যায়রে ধুলে
খাসলতি কিসে ধুবা ।
তুমি খাসলতি কিসে ধুবা ।।

লালন বলে, হিসাব কালে ।।
সকল ফিকির হারাবা
তুমি সকল ফিকির হারাবা ।

মন সহজে কি সই হবা ।।
চিরদিন ইচ্ছা মনে তুমি
আইল ড্যাঙাইয়া ঘাস খাবা

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

JAL-AADAT