ব্যাবিলন

ব্যাবিলনের ব্যাস্ত পথে হারিয়ে
ফেলেছি তোমার পায়ের নুপুর…
প্রাচিন সেই শহরের আঙিনা জুরে ছিল
মায়াবী দুপুর..

সোনালী নূপুর পেয়ে যখন তোমাকে
দিলাম,

তোমার চোখের গভীর নীলে
হারিয়ে গেলাম আমি…. ধন্যবাদে হেসেছিলে সুখের মৌনতায়….
তোমার ছবি বেচে আছে ইতিহাসের অলিতে গলিতে
স্মৃতির নিরব প্রহরে…

হারানো অতীতে তোমাকে হারিয়ে ফেলেছি,
সময়ের বুকে কান্না আমার প্রদীপের মত জ্বেলেছি…
আজো তোমাকে খুঁজে ফিরি প্রতিটি প্রাচিন শহরে…
ইতিহাসের অলিতে গলিতে স্মৃতির নিরব প্রহরে……

ব্যাবিলনের ব্যাস্ত পথে হারিয়ে
ফেলেছি তোমার পায়ের নুপুর…
প্রাচিন সেই শহরের আঙিনা জুরে ছিল
মায়াবী দুপুর..

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

JAL-AADAT