দুই রঙের ঘুড়ি

পুড়তে চাইলে চল দুজন
এক আগুনে পুড়ি
দুই রঙের এক ঘুড়ি হয়ে
এক আকাশে উড়ি।

বৃষ্টি এলে গা বাঁচাবো
একটি ছাতার তলে
ভিজতে চাইলে চল দুজন
ভিজবো একই জলে
ভুল হলে আর কি বা হবে
নয়তো উনিশ কুড়ি
দুই রঙের এক ঘুড়ি হয়ে
এক আকাশে উড়ি।

এই দুনিয়া ছেড়ে ছুড়ে
আরেক দুনিয়াতে
যাইতে চাইলে চল দুজন
পালাই একই সাথে
ভুল হলে আর কি বা হবে
দু আঙুলের তুড়ি
দুই রঙের এক ঘুড়ি হয়ে
এক আকাশে উড়ি।

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

JAL-AADAT

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে