গীতিময় সেইদিন চিরদিন
গীতিময় সেইদিন চিরদিন বুঝি আর হলো না
মরমে রাঙ্গা পাখি উড়ে সে গেলো নাকি
সে কথা জানা হলো না।।
দিন যায় কথা জেগে থাকে
মনটারে কাছে ধরে রাখে।
কখনো বসন্ত কখনো শ্রাবণ।
কেন যে এত ছলনা।।
যত তুমি হও অভিমানী
ভিতরে দুয়ার খোলা জানি।
চোখের ভাষাতে আজকে না হয়।
মনের কথা বলো না।।
Comments
Post a Comment