একবার যদি কেউ ভালোবাসতো

একবার যদি কেউ ভালোবাসতো
আমার নয়ন দুটি জলে ভাসতো
আর ভালোবাসতো
এ জীবন তবু কিছু না কিছু পেত।।

যদি এমন হতো একটি কথা
আমায় বলে কেউ ভেঙে দিত
সব নীরবতা
এ জীবন তবু কিছু না কিছু পেত।।

যদি এমন হতো একটি শ্রাবণ
আমায় কাঁদিয়ে বলে যেত সে
এইতো মরণ
এ জীবন তবু কিছু না কিছু পেত

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

JAL-AADAT