কষ্ট বেচে খাই
কেও না জানুক মন তো জানে
মনের ও যে কষ্ট আছে
সেই বেদনা লুকিয়ে রাখি
হাজার ছলনায়
মানুষ বলে জীবন খাতায়
ভুলের হিসেব পাতায় পাতায়
দূরের থেকে ভাল সবই
কাছে গেলে নাই
যখন দেখি চাওয়া পাওয়া শূন্যতে মিলায়
তখন আমি এই শহরে কষ্ট বেচে খাই
ভালবাসার নাম দিয়েছি আমি কান্না
অনায়াসে বয়ে আনে চোখে কান্না
আমার কাছে ভালবাসা যেন অন্ধকার
ভালবাসা নকশি কাঁথা গোপন ও দ্বিধা
যখন দেখি চাওয়া পাওয়া শূন্যতে মিলায়
তখন আমি এই শহরে কষ্ট বেচে খাই
যাকে খুঁজে হারিয়ে গেলাম গভীর অরন্নে
যে পেছানো লতার মাঝে গেলাম জড়িয়ে
ডেকে যখন ডাক মিলেনা তখন ভাবে মন
হয়তো একটু পরক্ষনে আসবে প্রিয়জন
Comments
Post a Comment