বড় একা একা লাগে তুমি পাশে নেই বলে
বড় একা একা লাগে তুমি পাশে নেই বলে।
নিশি জাগা কত কথা মনে এসে সুর তুলে।।
নূপুর কখনো বাজে কী আহা চরণ যদি না চলে
আকাশ কভু কী সাজে কী আহা তারা যদি না জ্বলে
চরণে নূপুর আকাশে তারা মিতালীর রাগে দোলে
এইটুকু মনে হলে
বড় একা একা লাগে তুমি পাশে নেই বলে।।
পরাগ কখনো ঝরে কী আহা বাতাস যদি না আসে
শিশির কখনো পড়ে কী আহা গোলাপ যদি না হাসে
বাতাসে পরাগ শিশিরে গোলাপ মিলনের কথা বলে
এইটুকু মনে হলে
বড় একা একা লাগে তুমি পাশে নেই বলে।।
Comments
Post a Comment