জীবনের প্রতিটি

জীবনের প্রতিটি ক্ষনে আমি তোমায় আপন করে খুব কাছে পেতে চাই ।।
কী করে বোঝাবো
আমার এ জীবনে
প্রতিটি স্বপনে তুমি একজনই ।।
দেখে প্রতিটি প্রহর স্বপ্ন তোমাকে নিয়ে এই দু’নয়ন
কভু হবে যে তুমি ছায়া হয়ে মিশে যে আছো সারাক্ষন

সুখ দুখ কোন কিছু বুঝি না
বুঝি শুধু আমি তোমাকে
জীবনের কোন মানে থাকে না
তুমি যদি না থাকো বুকে ।।
দেখে প্রতিটি প্রহর স্বপ্ন তোমাকে নিয়ে এই দু’নয়ন
কভু হবে যে তুমি ছায়া হয়ে মিশে যে আছো সারাক্ষন
জীবনের প্রতিটি ক্ষনে আমি তোমায় আপন করে খুব কাছে পেতে চাই ।
আমার প্রতিটি ক্ষনে আমি তোমায় আপন করে খুব কাছে পেতে চাই ।

বিশ্বাস করো কী-না জানিনা
তোমারই বিনিময়ে এই জীবন
সব সুখ দিতে পারে নিলামে
কষ্টকে সাথে মেনে আজীবন
দেখে প্রতিটি প্রহর স্বপ্ন তোমাকে নিয়ে এই দু’নয়ন
কভু হবে যে তুমি ছায়া হয়ে মিশে যে আছো সারাক্ষন
কী করে বোঝাবো
আমার এ জীবনে
প্রতিটি স্বপনে তুমি একজনই ।।
দেখে প্রতিটি প্রহর স্বপ্ন তোমাকে নিয়ে এই দু’নয়ন
কভু হবে যে তুমি ছায়া হয়ে মিশে যে আছো সারাক্ষন
জীবনের প্রতিটি ক্ষনে আমি তোমায় আপন করে খুব কাছে পেতে চাই ।
আমার প্রতিটি ক্ষনে আমি তোমায় আপন করে খুব কাছে পেতে চাই ।

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

আজ কেন মন উদাসী হয়ে