ও মোর সোনার বন্ধুরে

ও মোর সোনার বন্ধুরে প্রানের বন্ধু রে
ও মোর নোলকটা বানিয়া দে, নোলকটা বানিয়া দে

ও মোর বানিয়া বন্ধুরে, সোনার বন্ধুরে
ওরে দিবার চাইয়া নাকের নোলক মোর
ছাড়িয়া গেল রে

ওরে হাতের নিলু কোচার নিলু
ঠেকালু মুখ নিধুয়া দে
জাতি মারলু মোর লোকের কথাতে
ও মোর সোনার বন্ধুরে প্রানের বন্ধু রে
ওরে চোখের পানির নদী করলু পীড়িতির কথা তে
ও তুই সোনা রূপায় মিশান করে মোর
নোলকটা বানাইয়া দে

ও মোর প্রানের বন্ধুরে সোনার বন্ধু রে
ওরে দিবার চাইয়া নাকের নোলক মোর
ছাড়িয়া গেল রে

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

JAL-AADAT