তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায় আছো সরোয়ার্দী,শেরেবাংলা, ভাসানীর শেষ ইচ্ছায় তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুনে জ্বলা জ্বালাময়ী সে ভাষন তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন, তুমি ছেলে হারা মা জাহানারা ঈমামের একাত্তরের দিনগুলি তুমি জসীম উদ্দিনের নকশী কাথার মাঠ, মুঠো মুঠো সোনার ধুলি, তুমি তিরিশ কিংবা তার অধিক লাখো শহীদের প্রান তুমি শহীদ মিনারে প্রভাত ফেরীর, ভাই হারা একুশের গান। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি। আমার প্রানের বাংলা, আমি তোমায় ভালোবাসি প্রানের প্রিয় মা তোকে, বড় বেশী ভালোবাসি। তুমি কবি নজরুলের বিদ্রোহী কবিতা উন্নত মম্ শীর তুমি রক্তের কালিতে লেখা নাম, সাত শ্রেষ্ট বীর তুমি সুরের পাখি আব্বাসের, দরদ ভরা সেই গান তুমি আব্দুল আলীমের সর্বনাশা পদ্মা নদীর টান। তুমি সুফিয়া কামালের কাব্য ভাষায় নারীর অধিকার তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের, শাণীত ছুরির ধার তুমি জয়নুল আবেদীন, এস এম সুলতানের রঙ তুলীর আঁচড় শহীদুল্লাহ কায়সার, মুনীর চৌধুরীর নতুন দেখা সেই ভোর। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, জ...
সানি সা সা সা সা সারে, সা সা সা সা সারে সারে ধা পা নি সারে ধা পা নি সানি সা সা সা সা সারে, সা সা সা সা সারে প্রেমের কাহিনী রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে এই ভালোবাসাতে আমাকে ভাসাতে এলো মেঘ যে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী মনে স্বপ্ন এলোমেলো এই কি শুরু হল প্রেমের কাহিনী? এলো মেঘ যে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী মনে স্বপ্ন এলোমেলো এই কি শুরু হল প্রেমের কাহিনী? রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে জাগেনি তো এত আশা, ভালোবাসা এ মনে আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে জাগেনি তো এত আশা, ভালোবাসা এ মনে সে বৃষ্টি ভেজা পায়ে সামনে এলে হায়, ফোটে কামিনী আজ ভিজতে ভালোলাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী সে বৃষ্টি ভেজা পায়ে সামনে এলে হায়, ফোটে কামিনী আজ ভিজতে ভালোলাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে শ্রাবণের বুকে প্রেম কবিতা যে লিখে যায় হৃদয়ের মরু পথে জলছবি থেকে যায় শ্রাবণের বুকে প্রেম কবিতা যে লিখে যায় হৃদয়ের মরু পথে জলছবি থেকে যায় জানি সেই তো ছিলো...
Comments
Post a Comment