ময়ুর আকাশ মুঠো মুঠো তাঁরা
ময়ুর আকাশ মুঠো মুঠো তাঁরা।
দুটো চোখ দেয় যে পাহারা
শুধু পাতার আওয়াজ কৃষ্ণচূড়া
তুমি আসবে ভেবে
জোনাকীরা জ্বলে নিভে
প্রহরের পরে শুধু প্রহর ফুরায় (ও ও ও…)।।
ভেজা চোখের জলে
শিশিরের হীরে জ্বলে
লাগে না তো সুর বাতাসে তানপুরা (ও ও ও…)।।
Comments
Post a Comment