যেদিন

যেদিন খুশির কান্না ভেজাবে এই
চিবুক
তোমায় নিমন্ত্রণ, আমার
সাথে কাটিও কিছুক্ষন
যেদিন হাসির ছটায় ভরবে আমার
বুক
বাঁধনহারা সুখ, বিলিয়ে দেব
ভরিয়ে তোমার মন।

বাধার অরন্যে, স্থরিবতায়
কতকাল কেটে যায়
তবুযে স্বপ্নে ছবি আঁকা

এখন মনে আমার অনন্ত করুন সুর,
থেকো বহুদূর
দুঃখের অশ্রু ঝরুক আমার একা
এখন ঝড়ে কাঁপছে আমার ঘর,
আপন কি পর
হাসলে সকাল আবার হবে দেখা

যেদিন স্রোতস্বীনির অকাল
স্বর্গবাস
আর ব-দ্বীপের উপবাস, লজ্জায়
আমি রব অন্তঃপুরে
যেদিন বর্শাঘাতে বিলীন
পঙ্কিলতার গ্লানি
যদিও মন অভিমানী
ভিজবো তোমার সাথে উদ্দীপনায়
পুড়ে

যেদিন বিজয় গর্বে ভাসবে আমার
দেশ
মাতাল পরিবেশ
প্রথম প্রহরে জানাবো সুপ্রভাত
সেদিন জয়ের মিছিল
ছুটবে ধেয়ে বেগে
থাকব সবার আগে
রাখবো আমি তোমার হাতে হাত

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

JAL-AADAT

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে