সাদাকালো

তুমি বল বৃষ্টি পড়ছে
তুমি হাস তাই দেখে
কেন বুঝিনা।
আমি বলি আকাশ কাঁদছে
আকাশেরও আছে দু:খ কিছু
না বলা কথা।
বুঝাতে পারিনা তোমায়
তাই স্বপ্ন আমার হয়না রঙ্গিন
থেকে যায় সাদাকালো।

সূর্যের অপমানে
আকাশে যখন জমে কালো মেঘ
আমি বলি আকাশ বিরহে কাতর
পেতে চায় মাটির আদর।
সূর্যের অপমানে
আকাশে যখন জমে কালো মেঘ
আমি বলি আকাশ বিরহে কাতর
পেতে চায় মাটির আদর।
বুঝাতে পারিনা তোমায়
তাই স্বপ্ন আমার হয়না রঙ্গিন
থেকে যায় সাদাকালো।

বর্জে্র হুংকারে
আকাশ যখন লুকায় মাটিতে
আমি বলি আকাশ স্বপ্ন দেখে
মাটিকে বুকে রেখে।
বর্জে্র হুংকারে
আকাশ যখন লুকায় মাটিতে
আমি বলি আকাশ স্বপ্ন দেখে
মাটিকে বুকে রেখে।
বুঝাতে পারিনা তোমায়
তাই স্বপ্ন আমার হয়না রঙ্গিন
থেকে যায় সাদাকালো।

তুমি বল বৃষ্টি পড়ছে
তুমি হাস তাই দেখে
কেন বুঝিনা।
আমি বলি আকাশ কাঁদছে
আকাশেরও আছে দু:খ কিছু
না বলা কথা।
বুঝাতে পারিনা তোমায়
তাই স্বপ্ন আমার হয়না রঙ্গিন
থেকে যায় সাদাকালো।

Comments

Post a Comment

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

JAL-AADAT