আমার মতো এত সুখী
আমার মতো এত সুখী
নয়তো কারো জীবন
কি আদর স্নেহ ভালবাসায়
জড়ানো মায়ার বাঁধন
জানি এ বাঁধন ছিড়ে গেলে কভু
আসবে আমার মরণ
বুকে ধরে যত ফুল ফোটালাম
সে ফুলের কাঁটা ছাড়া কি পেলাম
ভাগ্যের পরিহাস এরই নাম
কেন নিয়তির কাছে বারে বারে
হেরে যায় মানুষ এমন
চারিদিকে নিরাশার বালুচর
কি আশায় বেঁধেছি এ খেলাঘর
স্বপ্ন ভেঙে দিতে এল ঝড়
কেন মমতার টানে কেঁদে মরে
বেদনার কথা এমন
Comments
Post a Comment