কাল রাতের বেলা গান এলো মোর মনে
কাল রাতের বেলা গান এলো মোর মনে
তখন তুমি ছিলে না মোর সনে।।
যে কথাটি বলব তোমায় বলে
কাটল জীবন নীরব চোখের জলে
সেই কথাটি সুরের হোমানলে
উঠল জ্বলে একটি আঁধার ক্ষণে
তখন তুমি ছিলে না মোর সনে।।
ভেবেছিলেম আজকে সকাল হলে
সেই কথাটি তোমায় যাব বলে।
ফুলের উদাস সুবাস বেড়ায় ঘুরে
পাখির গানে আকাশ গেল পুড়ে
সেই কথাটি লাগল না সেই সুরে
যতই প্রয়াস করি পরানপণে
যখন তুমি আছ আমার সনে।।
Comments
Post a Comment