ঐ ভীরু মন আমার মনে

ঐ ভীরু মন আমার মনে রিমঝিম বৃষ্টির সুরে
গান শুনিয়ে যাবে চিরদিন তুমি কথা দাও।।

ঐ দুটি চোখ আমার চোখে স্বপ্নের ঝিলমিল রঙ্গে
ছবি আঁকবে ওগো চিরদিন তুমি কথা দাও

আমার ভালবাসাতে আপন করে
তোমায় পেলে চাই না কিছু আর
আমার আধার জীবনে আলো জ্বালাতে
তুমি এলে চাই না কিছু আর
সুখে দুখে সাথী হয়ে রইবে আমার তুমি কথা দাও।।

আমার সুখের বাসরে যদি কখনও
আগুন লাগে স্বপ্ন ভেঙ্গে যায়
আবার নতুন সোহাগে দুটি হৃদয়ে
বাসর তখন গড়বো দুজনা
ভালবেসে ঐ বুকে রাখবে আমায় তুমি কথা দাও।।

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

JAL-AADAT