প্রাঙ্গণে মোর শিরীষ শাখায়

প্রাঙ্গণে মোর শিরীষশাখায়
ফাগুন মাসে কী উচ্ছ্বাসে
ক্লান্তিবিহীন ফুল ফোটানোর খেলা।
ক্ষান্তকূজন শান্তবিজন সন্ধ্যাবেলা ।।

প্রত্যহ সেই ফুল্ল শিরীষ
প্রশ্ন শুধায় আমায় দেখি ‘এসেছে কি–
এসেছে কি।’
আর বছরেই এমনি দিনেই
ফাগুন মাসে কী উচ্ছ্বাসে
নাচের মাতন লাগল শিরীষ-ডালে
স্বর্গপুরের কোন্‌ নূপুরের তালে।
প্রত্যহ সেই চঞ্চল প্রাণ শুধিয়েছিল,
শুনাও দেখি আসে নি কি–
আসে নি কি।’

আবার কখন এমনি দিনেই
ফাগুন মাসে কী আশ্বাসে
ডালগুলি তার রইবে শ্রবণ পেতে
অলখ জনের চরণ-শব্দে মেতে।।

প্রত্যহ তার মর্মরস্বর
বলবে আমায় কী বিশ্বাসে, ‘সে কি আসে–
সে কি আসে।’
প্রশ্ন জানাই পুষ্পবিভোর ফাগুন মাসে কী আশ্বাসে,
‘হায় গো, আমার ভাগ্য-রাতের তারা,
নিমেষ-গণন হয় নি কি মোর সারা।’
প্রত্যহ বয় প্রাঙ্গণময়
বনের বাতাস এলোমেলো–
‘সে কি এল–
সে কি এল।’

Comments

  1. Gambling remained the identical after that till controlled gambling environments, recognized as|also called|also referred to as} casinos, have been invented in the 코인카지노 1600s. People would gamble in these environments rather than in the privateness of someone’s house, back alleys, or ingesting institutions. Nevertheless, all gambling sites should be compliant with any legal guidelines that they're topic to, to make sure gambling sites are operated lawfully, ethically, and are secure.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

JAL-AADAT

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে