বিদেশ ঘুরে দেশে এলে
বিদেশ ঘুরে দেশে এলে
দশ গেরামের সোনার ছেলে
ভাই বন্ধু সবাই বলে জামা কাপড় আনছ নি
আর মা বলে আমার যাদু ফিরা আইছ নি।।
ধনির মাথায় মনি যেমন মায়ের কাছে ছেলে তেমন।
আদর ভরা ঐ বুকে মানিক হয়ে মিশে থাকে
ছেলের ভাল চায় যে সদাই মা অভাগিনী।।
নিজের পেটে ক্ষুধা রেখে অন্ন দেয় ছেলের মুখে।
ছেলের সুখে মা সুখী দুঃখে আবার হয় দুখী
মায়ের কাছে সন্তানেরা তাই চির ঋণী।।
Comments
Post a Comment