তুমি চোখের আড়াল হইলে আমার চোখে আসে জল

তুমি চোখের আড়াল হইলে পরে চোখে আসে জল
জানিয়া শুনিয়া তবু কেন কর ছল।।

বুকেরই ভিতরে বাইন্ধা পীড়িতেরই ঘর
আপন করিতে বন্ধু সাজাইলাম বাসর।
তুমি নয়ন ফিরাও যদি
সকলই বিফল হবে সকলই বিফল।।

উজার করিয়া বন্ধু সইপাছি জীবন
সেই তো জানি ছিল আমার কপালের লিখন।
ঐ চরণে মরণ হইলে জনম সফল হবে জনম সফল।।

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

JAL-AADAT

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে