আমি নেই

আমি নেই আমি নেই
ভাবতেই ব্যথায় ব্যথায় মন ভরে যায়
যেই ভাবি আর কোন খানে আমি নেই
আমি নেই আমি নেই।

কারও মন ভেঙ্গে গেছে
চোখের প্রদীপ নিভে গেছে
আজ তার পথ আঁধারের বুক চিরে শেষে
আঁধারেতে গিয়েছে হারিয়ে
আমি নেই আমি নেই।

রঙে রঙে কতবার
ফিরে ফিরে আসবে বাহার
আসবে ভ্রমরী কত
ঘিরে ঘিরে মেঘ বরষায়
কেউ থামে না কোনদিন
কোনদিন কখনো এখানে
একটি নিমেষ কেউ হবে না উতল ভেবে
আমি নেই আমি নেই।

স্মৃতি হয়ে শুধু আছি
ছবি হয়ে রয়ে গেছি
স্বপনের মাঝে কারও আজ আর নেই আমি
দিন যেন গিয়েছে ফুরিয়ে
আমি নেই আমি নেই
ভাবতেই ব্যথায় ব্যথায় মন ভরে যায়
যেই ভাবি আর কোন খানে আমি নেই
আমি নেই আমি নেই।

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

JAL-AADAT

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে