যদি আমাকে জানতে সাধ হয়

যদি আমাকে জানতে সাধ হয়
বাংলার মুখ তুমি দেখে নিও
যদি আমাকে বুঝতে মন চায়
এ মাটির শ্যামলিমায় এসো প্রিয়।।

এখানে বৃষ্টি ঝরে রিমঝিম শ্রাবণের সেতারে
কুমারী নদীর বুক কেঁপে ওঠে প্রণয়ের জোয়ারে।

যদি কখনও দেখতে সাধ হয়।
আমার মনের চঞ্চলতা
তবে বরষার কোন নদী দেখে নিও।।

শাপলা ফোঁটে যখন ঝিলের জলে
পাখিরা কুজন করে বনতলে।
মনে করো সে আমার হাসি সে আমার গান

এখানে ঝর্না যেন যেতে চায় সুদূরে হারিয়ে
পাহাড়ি সবুজ মায়া ডাক দেয় দু’টি হাত বাড়িয়ে।

যদি কখনও পড়তে সাধ হয়।
আমার হারাবার ঠিকানা
তবে নিজের হৃদয় তুমি দেখে নিও।।

Comments

  1. Online fee offers a secure and secured mode of transaction, which is accepted by the web gaming trade. This issue is boosting the growth of the web gambling market. The on-line betting section is predominantly rising with the web sports category, 메리트카지노 particularly in football occasions, such because the FIFA World Cup and the European championships. Many on-line sports betting firms are sponsoring completely different teams as a part of|part of} their advertising initiatives by buying or merging with several of} firms for strategic expansions.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

JAL-AADAT

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে