মানুষ পাখির গান

এবার মুখোমুখি বসে কি কথা হবে ,
কি মিথ্যের স্বপ্ন সাজাবে,
এর চেয়ে বরং দুজনেই চুপচাপ থাকি ,
যেন দুটি পাখি,
উড়ে যাও না কেন ,
এভাবে ডানা ভেঙ্গে বসে থাকা কেন?

আমার ভেতর বৃষ্টির শব্দ শুনি,
বৃষ্টির রাতে পাখিরা কোথায় লুকায় ,জান নাকি তুমি ,কোথায় লুকায় তারা ?
উড়ে যাও না কেন ,
এভাবে ডানা ভেঙ্গে বসে থাকা কেন?

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

JAL-AADAT