জীবনানন্দের কবিতা

জীবনানন্দের কবিতা উপমায় একটু মিথ্যে নেই
পৃথিবীকে তোমারই জন্যে ছাড়তে কোন আপত্তি নেই
তোমাকে ছাড়া যে বাঁচবো না এর চেয়ে বড় কোন সত্যি নেই
জীবনানন্দের কবিতা উপমায় একটু মিথ্যে নেই
তোমাকে ছাড়া যে বাঁচবো না এর চেয়ে বড় কোন সত্যি নেই
জীবনানন্দের কবিতা…

একটা অরণ্য সে শুধু আমার
সেখানে বিচরণ শুধুই তোমার
সে অভয়ারণ্যে আর কিছু নেই
একটা অরণ্য সে শুধু আমার
তোমাকে ছাড়া যে বাঁচবো না এর চেয়ে বড় কোন সত্যি নেই
জীবনানন্দের কবিতা…

বুকেরই সীমান্তে যে ছবি আঁকা
সেখানে উপমা ভরা কবিতা রাখা
সে কবিতাতে তুমি সবটা জুড়ে
বুকেরই সীমান্তে যে ছবি আঁকা
তোমাকে ছাড়া যে বাঁচবো না এর চেয়ে বড় কোন সত্যি নেই
জীবনানন্দের কবিতা উপমায় একটু মিথ্যে নেই
তোমাকে ছাড়া যে বাঁচবো না এর চেয়ে বড় কোন সত্যি নেই
জীবনানন্দের কবিতা উপমায় একটু মিথ্যে নেই।

“প্রতিটি মানুষের একটা নিজস্ব আকাশ থাকে
আমার সেই আকাশ তুমি
নিজস্ব যে অরণ্য আমি গড়েছি
সেখানে শুধুই তুমি
তোমারই বিচরণ
মিথ্যে বলবো না
আমার প্রতিটি ভোর আসে তোমাকে ভেবেই
রাতে ঘুমের দেশে যাওয়ার সময়
যে ভাবনা আমাকে আচ্ছন্ন করে
সে শুধু তোমাকে নিয়ে
তোমাকে পাওয়ার শর্তে
পৃথিবীকে হারাতে আপত্তি নেই
তোমাকে ছাড়া বাঁচবো না
এর চেয়ে বড় কোন সত্যি নেই”।

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

JAL-AADAT