পরবাসী মনটা আমার কেউ চিনলো না
পরবাসী মনটা আমার কেউ চিনলো না।
জনন দুখী কপালপোড়া আমি এক জনা।।
কাছের মানুষ যায় যে দূরে
দূরের মানুষ ডাকে মোরে।
আমি যে ডাল ধরি ভেঙ্গে পরি
আমায় তো কেউ বুঝলো না।।
ঘাটে ঘাটে নোঙর করি
থামে না যে সোনার তরী।
আমি যার লাগি হইলাম বিবাগী
তারে কী আর পাব না।।
Comments
Post a Comment