আজি নাহি নাহি নিদ্রা আঁখিপাতে
আজি নাহি নাহি নিদ্রা আঁখিপাতে।
তোমার ভবনতলে হেরি প্রদীপ জ্বলে।
দূরে বাহিরে তিমিরে আমি জেগে জোড় হাতে।।
ক্রন্দন ধ্বনিছে পথহারা পবনে
রজনী মূর্ছাগত বিদ্যুত ঘাতে।
দ্বার খোলো হে দ্বার খোলো।
প্রভু, করো দয়া, দেহো দেখা দুখরাতে।।
Comments
Post a Comment