লালন তোমার আরশী নগর
লালন তোমার আরশী নগর
আর কতদূর
আর কতদূর
লালন তোমার আরশী নগর
আর কতদূর ……
অচেনা এক পড়শী খুঁজে
কাটলো সকাল কাটলো দুপুর
লালন তোমার………
তুমি আমি কেউ দেখিনি
কেমনে তবে পরশী চিনি
দেখি না কে বাজায় বাধি
আমি শুধু শুনি সে সূর
অচেনা এক পড়শী খুঁজে
কাটলো সকাল কাটলো দুপুর
লালন তোমার………
অচেনা এক পড়শী খুঁজে
কাটলো সকাল কাটলো দুপুর
লালন তোমার………
Comments
Post a Comment