দুঃখ কেন কররে মন
দুঃখ কেন কররে মন
দুঃখ তোমার গোছবে না ও মন
দুঃখ যদি নাইবা পারে
সুখের কদর বুঝতে নারে
কাঁদতে কেন চাওরে ও মন
কান্না তোমার ফোরাবে না যখন
কাঁদতে গিয়ে হেসো এবার
সুখের লগন মিলবে না আর।।
কান্না নিয়ে জীবন শুরু
কান্না নিয়ে জীবন শেষ
মধ্যেখানে থাকনা শুধু
আনন্দ আর হাসির রেশ।
Comments
Post a Comment