তোমার কালো দুটি চোখ জানে যাদু
তোমার কালো দুটি চোখ জানে যাদু
মানে না সময় অসময় ডাকে শুধু।।
যত আমি চাই লোকাতে নিজেকে।
তত সে বেশী করে কাছে টানে আমাকে
বলে না কারণ অকারণ কিছু তবু।।
যত ছিল ভয় সংশয় এ বুকে
বলেছি চোখে চোখে সবই আজ তোমাকে
এ ভাষার মানে আনমনে খোজ বধু।।
Comments
Post a Comment