এক তাজমহল যাব যে গড়ে
এক তাজমহল যাব যে গড়ে।
তোমার প্রেমের সমাধিকে নিয়ে।।
ভালবাসার জোনাকি জ্বলে
ভীরু আশার আকাশ তলে।
আলো ছায়ার জলছবিটি বুকে ধরে
ওগো চড়ে তারই মত হাসি কাঁদে মন্থরে।।
শত যুগের সঙ্গ দিয়ে
চেনা জানাতে বন্ধু হয়ে।
অনুভবে আঙ্গিনাতে হৃদয়ের পিরামিডে
তুমি রবে অনুতম সম্ভারে।।
ভুল ভাল কথা লিখেছেন।।ভালো করে গান শুনে লিখুন।
ReplyDelete