চোখের জ্বলে ভাসব বলে

চোখেরই জলে ভাসাবো বলে
কত না কেঁদেছি গোপনে
তোমারই ছায়া সরাবো বলে
কত না ভেবেছি বিজনে
হলো না তবু হলো না পাওয়া
আরো বেশী বাসা বাধুক মনে
চোখেরই জলে ভাসাবো বলে
কত না কেঁদেছি গোপনে
বুক ভেঙে যায় যত ভুলে যেতে চায়
পারি না তো সহজে
প্রেম মনে হয় বানানো ঘুড়ি নয়
ছেড়ার কোন কাগজে
রাত কেটে যায় সাদাকালো ভাবনায়
বন্ধু তুমি ভাবো কি
এই দুটি হাত কখনো কি সারারাত
ফিরে তুমি পাবে কি
হলো না তবু হলো না পাওয়া
আরো বেশী বাসা বাধুক মনে
চোখেরই জলে ভাসাবো বলে
কত না কেঁদেছি গোপনে

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

JAL-AADAT

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে