পীড়িতি পীড়িতি বিষম পীড়িতি
পীড়িতি করে যে জনে।

দয়াল তোমারও সনে পীড়িতি করিয়া
তোমারও সনে দয়াল পীড়িতি করিয়া
কান্দিতে জনম গেলরে

আগে জানি না রে দয়াল
তোর পীড়িতে পরান যাবে

আঙ্গুল কাঁটিয়া কলম বানাইয়া
নয়নের জলে করলাম কালি।

দয়াল হৃদয় চিড়িয়া লিখন লিখিয়া।
পাঠাইলাম বন্ধুর বাড়িরে
আগে জানি না রে দয়াল
তোর পীড়িতে পরান যাবে

সাগর সেচিলাম নগর মাগিলাম
মনিক পাইবার আশে।

দয়াল সাগর শুকালো মানিক লুকালো।
আপন কপালের দোষেরে
আগে জানি না রে দয়াল
তোর পীড়িতে পরান যাবে।।

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

JAL-AADAT

আজ কেন মন উদাসী হয়ে