মদীনায় রাছুল নামে কে এল ভাই
কায়াধারী হয়ে কেন
তার ছায়া নাই।।
ছায়াহীন যার কায়া
ত্রিজগতে তারই ছায়া
এই কথাটির মর্ম লওয়া
অবশ্য চায়।।
কি দিব তুলনা তারে
খুঁজে পাইনে এ সংসারে
মেঘে যেমন ছায়া ধরে
ধুপের সময়।।
ছায়াহীন যারে দেখি
শরীক নাই যার সেই লা-শরীক
লালন বলে তার হাকিকি
বলতে ডরাই।।

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

আজ কেন মন উদাসী হয়ে