রাসুলকে চিনলে পরে
রাসুলকে চিনলে পরে
খোদা চিনা যায়
রূপ ভাড়ায়ে দেশ বেড়ায়ে
চলে গেলেন সেই দয়াময়।।
জন্ম যাহার এই মানবে
ছায়া তার পড়ে ভূমে
দেখ দেখি ভাই বুদ্ধিমানে
কে এলো মদীনায়।।
মাঠে-ঘাটে রাসুলেরে
মেঘে রইত ছায়া ধরে
জানতে হয় তাই নিহাজ করে
জীবের কি সেই দারজা হয়।।
আহম্মদ নাম লিখিতে
মীম হরফ কই নফী করতে
সিরাজ সাঁই কয় লালন তাতে
কিঞ্চিৎ নজির দেখায়।।
খোদা চিনা যায়
রূপ ভাড়ায়ে দেশ বেড়ায়ে
চলে গেলেন সেই দয়াময়।।
জন্ম যাহার এই মানবে
ছায়া তার পড়ে ভূমে
দেখ দেখি ভাই বুদ্ধিমানে
কে এলো মদীনায়।।
মাঠে-ঘাটে রাসুলেরে
মেঘে রইত ছায়া ধরে
জানতে হয় তাই নিহাজ করে
জীবের কি সেই দারজা হয়।।
আহম্মদ নাম লিখিতে
মীম হরফ কই নফী করতে
সিরাজ সাঁই কয় লালন তাতে
কিঞ্চিৎ নজির দেখায়।।
Comments
Post a Comment