বাড়ির কাছে আরশী নগর
(একঘর) সেথা পড়শী বসত করে-
         আমি একদিনও না দেখিলাম তারে।।
         গেরাম বেড়ে অগাধ পানি
         নাই কিনারা নাই তরণী পারে,
         বাঞ্ছা করি দেখব তারে
(আমি) কেমনে সেথা যাই রে।।
         কি বলব পড়শীর কথা,
         হস্ত পদ স্কন্ধ মাথা নাই-রে
         ক্ষণেক থাকে শূণ্যের উপর
(ওসে) ক্ষণেক ভাসে নীরে।।
         পড়শী যদি আমায় ছুঁতো,
         যম যাতনা সকল যেতো দূরে।
         সে আর লালন একখানে রয়-
(তবু) লক্ষ যোজন ফাঁক রে।।

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

আজ কেন মন উদাসী হয়ে