আছে আদি মক্কা এই মানব দেহে

আছে আদি মক্কা এই মানব দেহে
           দেখ না রে মন চেয়ে।
দেশ-দেশান্তর দৌড়ে এবার
           মরিস্‌ কেন হাঁপিয়ে।।

করে অতি আজব ভাক্কা
গঠেছে সাঁই মানুষ-মক্কা
           কুদরতি নূর দিয়ে।
ও তার চার দ্বারে চার নূরের ইমাম
           মধ্যে সাঁই বসিয়ে।।

মানুষ-মক্কা কুদরতি কাজ
উঠছে রে আজগুবি আওয়াজ
           সাততলা ভেদিয়ে।
আছে সিংহ-দরজায় দ্বারী একজন
           নিদ্রাত্যাগী হয়ে।।

দশ-দুয়ারী মানুষ মক্কা
গুরুপদে ডুবে দেখ না
           ধাক্কা সামলায়ে।
ফকির লালন বলে, সে যে গুপ্ত মক্কা
           আমি ইমাম সেই মিঞে।
ওরে সেথা যাই 
           কোন পথ দিয়ে।।

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

আজ কেন মন উদাসী হয়ে