দেখ নারে ভাব-নগরে ভাবের কীর্তি
দেখ নারে ভাব-নগরে ভাবের কীর্তি।
জলের ভিতরে রে জ্বলছে বাতি।।
ভাবের মানুষ ভাবের খেলা
ভাবে বসে দেখ নিরালা
নীরেতে ক্ষীরেতে ভেলা
বয়ে জুতি।
জ্যোতিতে রতির উদয়
সামান্যে কি তাই জানা যায়
তাতে কত রূপ দেখা যায়
লাল মতি।।
যখন নিঃশব্দ শব্দেরে খাবে
তখন ভাবের খেলা ভেঙে যাবে
লালন কয়, দেখবি তবে
কি গতি।।
Comments
Post a Comment