দেখ না মন, ঝকমারি এই দুনিয়াদারী
দেখ না মন, ঝকমারি এই দুনিয়াদারী।
আচ্ছা মজা কপনি-ধ্বজা উড়ালে ফকিরী।।
যা কর তা কর রে মন,
তোর পিছের কথা রেখে স্মরণ;
বরাবরই (ও তার) পিছে পিছে ঘুরছে শমন,
কখন হাতে দিবে দড়ি।।
(তখন) দরদের ভাই বন্ধুজনা,
সঙ্গে তোমার কেউ যাবে না;
মন তোমারি, তারা একা পথে খালি আতে
বিদায় দিবে তোমারি।।
বড় আশার বাসাখানি
কোথায় পড়ে রবে মন তোর ঠিক না জানি;
সিরাজ সাঁই কয়, লালন ভেরো
তুই করিস্ নে কার এন্তাজারি।।
শ্রীকরুণাময় গোস্বামী, ‘হারামণি’, প্রবাসী, ভাদ্র ১৩২২
কিছু ভিন্ন কথান্তর নিয়ে গানটি ‘বাংলার বাউল ও বাউল গান'(পৃ. ৩৬)-এ এভাবে সংকলিত হয়েছেঃ
দেখ না রে মন ঝকমারি এই দুনিয়াদারি।
আচ্ছা কপনি-ধ্বজা উড়ালে করে ফকিরি।।
যা করো তা করো রে মন,
রেখো পিছের কথা আগে স্মরণ
বরাবরই।
(ও তোর) পিছে পিছে ঘুরছে শমন,
কখন দেবে হাতে দড়ি।।
দরদের ভাই বন্ধুজনা,
সঙ্গে তারা কেউ যাবে না,
বড় সাধের বালাখানা
কোথায় রবে পড়ে তোমারি।।
সিরাজ সাঁই কয়, লালন ভেঁড়ো
তুই করিস্ নে কারও এন্তাজারি।।
Comments
Post a Comment