কেনবা তারে সপে দিলাম দেহ মন প্রাণ।
প্রান সখীরে কেনবা তারে সপে দিলাম দেহ মন প্রাণ।।

তারে প্রাণ সপিয়া হইলেম অপমান।
প্রান সখীরে কেনবা তারে সপে দিলাম প্রাণ
প্রান সখীরে কেনবা তারে সপে দিলাম দেহ মন প্রাণ

আগে যদি জানতাম মনে
যাইতাম না তার নয়ন কোণে
মর্মস্থলে হানে পঞ্চবান, প্রান সখীরে।

ও তার বানে কত শক্তি ধরে
সাধ্য কী আর রইতে ঘরে

বানে বিদ্ধ করে অবলার প্রাণ।
প্রান সখীরে কেনবা তারে সপে দিলাম প্রাণ
প্রান সখীরে কেনবা তারে সপে দিলাম দেহ মন প্রাণ।।

সে যেন কী মন্ত্র জানে শুকরিয়া বাঁশীর তানে
শুনলে কানে হইতে হয় অজ্ঞান, প্রান সখীরে।
কেন তারে করিস না মানা সময় চিনে কেন বাঁশী বাজায় না

আমার প্রেম যমুনায় বহিছে উজান।
প্রান সখীরে কেনবা তারে সপে দিলাম প্রাণ
প্রান সখীরে কেনবা তারে সপে দিলাম দেহ মন প্রাণ।।

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

আজ কেন মন উদাসী হয়ে