আমার প্রানের প্রান পাখি
আমার হিরামন পাখি
তোরে কোথায় রাখি
পাখিরে সবই মিছে আর ফাঁকি।।

পাখিরে .রে রে..এ..এ..
এক পলকের নাই ভরসা
মিছে সকল আশা…..
কখন জানি দারুন ঝড়ে।
ভাঙবে স্বাদের বাসা.. পাখিরে।

ও পাখিরে .রে রে..এ..এ..
কোন বনেরই পাখি তুমি
যাইবা রে কোন বনে
সে কথা কি গেছ ভুলে।
পরে না কি মনে … পাখিরে।।

ও পাখিরে .রে রে..এ..
মিছা মায়ায় বন্দি হইয়া
কর কত খেলা
পশ্চিমে তাকাইয়া দেখ।
ডুইবা আইলো বেলা…. পাখিরে।।

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

আজ কেন মন উদাসী হয়ে