আমি কেমন করে পত্র লিখি গো বন্ধু
গ্রাম পোস্ট অফিস নাই জানা
তোমায় আমি হলেম অচেনা
গ্রাম পোস্ট অফিস নাই জানা
তোমায় আমি হলেম অচেনা
বন্ধুরে হইতা যদি দেশের দেশী
ঐ চরণে হইতাম দাসীরে
আমি দাসী হইয়া সঙ্গে যাইতাম রে বন্ধু
শুনতামনা কারো মানা
বন্ধুরে শুইলে না আসে রে নিদ্রা
ক্ষণে ক্ষণে আসে তন্দ্রা গো
আমি স্বপন দেখে জেগে উঠি রে বন্ধু
কেন্দে ভিজাই বিছানা
Comments
Post a Comment