বহু দিনের পিরিত গো বন্ধু
একই দিনে ভেঙো না।।
এই যে রে ভাই বংশিওয়ালা
বাজাও বাশী দুপুর বেলা আরো একেলা
তোমার বাশীর সুরে মন হরে গো।
ঘরে রইতে দিল না।।
মাতা মইলো, পিতা রে মইলো
গুণের ভাই ছাড়িয়া রে গেল, সঙ্গে নিল না
আমি কী দোষ দিব পরের পুতের গো।
আপন কর্ম ভালো না।।
বন্ধু আমার আলারে ভোলা
না জানি পীড়িতের জ্বালা আরো একেলা
সে যে আসি বলে গেল চইলে গো।
আর তো ফির আইলো না।।
একই দিনে ভেঙো না।।
এই যে রে ভাই বংশিওয়ালা
বাজাও বাশী দুপুর বেলা আরো একেলা
তোমার বাশীর সুরে মন হরে গো।
ঘরে রইতে দিল না।।
মাতা মইলো, পিতা রে মইলো
গুণের ভাই ছাড়িয়া রে গেল, সঙ্গে নিল না
আমি কী দোষ দিব পরের পুতের গো।
আপন কর্ম ভালো না।।
বন্ধু আমার আলারে ভোলা
না জানি পীড়িতের জ্বালা আরো একেলা
সে যে আসি বলে গেল চইলে গো।
আর তো ফির আইলো না।।
Comments
Post a Comment