মেঘ নাই আন্ধাইরা রাত্রি নায়ে আটু পানি

মেঘ নাই আন্ধাইরা রাত্রি নায়ে আটু পানি
কে কে যাইবা দুলামিয়ার সাথে ফিছন নায়ের পানি।
ভাইও যাইব ভাতিজাও যাইব উস্তাদও যাইব সাথে

খবরিয়া খবর গো কয় বালির বাপের আগে।
তোমার বালির জামাই গো আইছে সুরমা নদীর পারে।।
থাকোউক থাকোউক বালির বাপে
থাকোউক জামাই সুরমার পারে
আগে লইবাম জাতের বিচার শেষে দিবাম গো বিয়া।।
আমার না বাপ চাচা জমিদারের বেটা
আমার না মা ও চাচী পাঠানের না বেটী
তাদের ঘরে লইছে লেখইয়া পণ্ডিত
তাদের ঘরে লইছে জন্ম কোরান কিতাবখানি।
জষ্টি না আষাঢ় মাসে গাঙ্গে ঢালা পানি
ভাসাইয়া না দিবাম সাধু জায়নামাজের পাটি
ভাসাইয়া না দিবাম সাধু কোরান কিতাবখানি।
কাতি না অগ্রান মাসে গাঙ্গে ভাটি পানি
টুকাইয়া না লইবাম সাধু জায়নামাজের পাটি
টুকাইয়া না লইবাম সাধু কোরান কিতাবখানি।।

(ধর্মপাশা, সুনামগঞ্জ থেকে সংগৃহীত)
কৃতজ্ঞতায় নিউরনে রণন

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

JAL-AADAT

আজ কেন মন উদাসী হয়ে