আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু
শিল্পীঃ তাজুল ইমাম
সুরকারঃ জসীম উদ্দীন
গীতিকারঃ জসীম উদ্দীন

আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু
শেষ করা তো যায়না গেয়ে তোমার গুণগান।।
তুমি কাদেরও গফফার
তুমি জ্বলিলও জব্বার
অনন্ত অসীম তুমি রহিম রহমান।
আল্লাহু আল্লাহু……গুণগান।
আল্লাহু আল্লাহু……।

তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া
ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া।।
তাই নূরের ফেরেশতা
করে আদমকে সেজদা।।
তুমি সবার চেয়ে দিলে
মাটির মানুষকে সম্মান।

শিশু মূসা নবীরে যখন দুশমনেরই ডরে
সিন্দুকে ভরিয়া দিল ভাসায়ে সাগরে।।
প্রাণে ছিল যাহার ভয়
সেথায় পেল সে আশ্রয়।।
সেই দুশমনেরই হাতে
তাহার বাঁচাইলে প্রাণ।

যখন ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া
ফেরেশতা পাঠাইলে তখন এছমে আদম দিয়া।।
দমে দমেতে হরদম
পড়ে সে এছমে আদম।।
সেই মাছের উদর হতে
সে যে পেল পরিত্রাণ।।

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

আজ কেন মন উদাসী হয়ে