ভাসিয়ে দেবো তোরে

 শিল্পী : সায়ান
গীতিকার : সায়ান
ধরণ : বিবিধ
অ্যালবাম : স্বপ্ন আমার হাত ধরো
সুরকার : সায়ান
প্রথম প্রকাশ : পাওয়া যায়নি

ভাসিয়ে দেবো তোরে
আমার প্রাণের বন্ধু ওরে
ভেসে ভেসে যা চলে যা
অচীন দেশান্তরে

তোর যাবারই আয়োজনে
বইলো চোখের নদী
নদী আমার ফুরিয়ে আসে
তোর বাড়েনা গতি

সাধ মিটেছে ভালোবাসার
চাই না তোকে আর
বন্ধু আমার জীবনখানা
ভীষণ লাগে ভার

বন্ধু আমার ব্যথার কাছে
প্রেম মেনেছে হার
রাখতে ধরে চাই না তোরে
তুই তো আমায় ছাড়

ঘোর কেটেছে ভালোবাসার
ফুরিয়েছে সব দাবী
চোখের দু’কোণ বুকের উঠোন
ছেড়ে কবে যাবি

ঢের খেলেছে আমায় নিয়ে
তোর স্মৃতি তোর আশা
আমার চোখের শ্রাবণ বেয়ে
বিদায়ী নাও ভাসা

Comments

Popular posts from this blog

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

আজ কেন মন উদাসী হয়ে